কাঠ চেরাই এর যন্ত্র সহ বিপুল পরিমানে সেগুন কাঠ উদ্ধার : তদন্তে বন বিভাগ

11th January 2021 11:26 am অনান‍্য
কাঠ চেরাই এর যন্ত্র সহ বিপুল পরিমানে সেগুন কাঠ উদ্ধার : তদন্তে বন বিভাগ


ভানুময় চন্দ ( আসাম ) : দোহালিয়া বন বিভাগের  অভিযানে অসমের নারাইনপুর থেকে বাজেয়াপ্ত অবৈধ কাঠ চেরার মেশিন সহ বিশাল সংখ্যক সেগুন কাঠের লগ ও চেরা চোরাই কাঠ। একাধিক অভিযোগের ভিত্তিত্বে অবশেষে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল করিমগঞ্জের দোহালিয়া বন বিভাগের কর্মিরা। স্থানীয় রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ প্রবীর বিশ্বাসের নেতৃত্বে পাথারকান্দি পুলিশের একটি দল দোহালিয়া বনাঞ্চলের নারাইনপুর এলাকায় হানা দিয়ে একটি কাঠ চেরার অবৈধ মিল সহ স‌তে‌রো‌টি সেগুন কা‌ঠের লগ ও প্রায় এক`শ সিএফটি চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়।বর্তমানে মেশিনের যন্ত্রাংশ সহ কাঠের লগগুলো দোহালিয়া রেঞ্জ কার্য্যালয়ে রাখা আছে।তবে এ অভিযানে কোনও কাঠ মাফিয়াকে ধর পাকড়ের খবর নেই। অভিযান সম্পর্কে রেঞ্জকর্তা  জানান যে গত দীর্ঘদিন ধরে বিশেষ একটি চক্র স্থানীয় নারাইনপুর এলাকায়  অবৈধ কাঠ চেরার মেশিন বসিয়ে কাঠ চেরাই এর রমরমা কারবার চালিয়ে আসছিল।এমন একাধিক অভিযোগ ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশও হয়েছে।পরে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন ডিএফও জে নুর। তাঁর নির্দেশে এ অভিযান কিছুটা হলেও সফল হয়।তবে এ এলাকায় আরও বেশকটি অবৈধ  মিল থাকার খবর পাওয়া গেছে। এদের বিরুদ্ধে শীঘ্রই অভিযানে নামবে বন বিভাগ। ফরেষ্ট বাহিনীর এহেন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার পরিবেশপ্রেমীরা । 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।